ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আল্লাহর আজাব-গজব এবং আখিরাতে ধ্বংস থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে ইসলাম এবং আল কোরআনই মানবজাতির জন্য একমাত্র কল্যাণকর ও পরিপূর্ণ সংবিধান। গতকাল রাজধানীর শাহবাগে আয়োজিত জনসমাবেশে প্রধান অথিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহর রসুল (সা.)-এর প্রদর্শিত আল কোরআন প্রতিষ্ঠিত হলে মানুষের ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সব ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারবেন। জাতিধর্মনির্বিশেষে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। আকিক হাবিবুজ্জামানের সভাপতিত্বে ও সোলায়মান কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, আমীর হোসাইন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মুহাম্মাদ আলী জিন্নাহ্, মো. সেলিম মোল্লা, আবু শামাহ প্রমুখ।