বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন তো উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
রবিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদেরকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না। আমাদের দেশে গার্মেন্ট সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে কিছুই করতে পারেনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার পূর্বে দেশে কাগজ, ইস্পাত, কেমিক্যাল, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প গড়ে উঠেছিল। কিন্তু স্বাধীনতার পর উৎপাদনমুখী শিল্পের প্রতি নিরুৎসাহ দেখা দেয় এবং উদ্যোক্তারা পিছিয়ে পড়েন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে শিল্পোন্নয়নের মধ্য দিয়ে নতুন করে উদ্যোক্তা শ্রেণি গড়ে তোলা জরুরি।
শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্ব অর্থনীতিতে বর্তমানে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো নিজস্ব শিল্প পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে। চীন, ভারত ও বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হচ্ছে। তাই বাংলাদেশের জন্য উৎপাদনশীল শিল্পে বিনিয়োগের বিকল্প নেই।
অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতি শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন উৎপাদনের সক্ষমতা অর্জন করলে এ খাত থেকে বড় ধরনের অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।
-বাসস
বিডি-প্রতিদিন/শআ