কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন সাংবাদিক নাইম আবদুল্লাহ। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত ‘মেজবান ২০২৫’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নাইম আবদুল্লাহর হাতে ‘সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন’ এবং ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক।
সার্টিফিকেটে উল্লেখ করা হয়, সাংবাদিক নাইম আবদুল্লাহ কমিউনিটির উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি প্রবাসীদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে চলেছেন। বিশেষ করে, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি এবং সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে তার ভূমিকা প্রশংসিত।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার নেতারা বলেন, ‘কমিউনিটির কল্যাণে যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি প্রদান ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, ‘মেজবান ২০২৫’ অনুষ্ঠানটি সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়। ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের মাধ্যমে হাজারো প্রবাসী এই উৎসবে অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ