বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে নবম ডক্টর ফজলুল হক কলরেকটাল হসপিটাল লিমিটেড (ডিএফসিএইচ) ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশীপ-২০২৫ ও ১ম আন্তঃক্লাব প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৫। প্রফেশনাল গলফে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব এবং ফেডারেশন কাপে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাব।
আজ বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল শাহীনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক ও বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
ফেডারেশন কাপে নারী গলফে (অ্যামেচার) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন আর্মি গলফ ক্লাব। বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন করে অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পর এটি প্রথম টুর্নামেন্ট। প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করে দিয়েছে ফেডারেশন। সারা দেশের ১৭টি গলফ ক্লাবের ১৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ১ম আন্তঃক্লাব প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ৪০জন প্রফেশনাল গলফার।
গলফ ফেডারেশনের এ আয়োজনে মুগ্ধ গলফাররা। বাংলাদেশের গলফ সুপারস্টার সিদ্দিকুর রহমান ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফেডারেশনের এ উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ গলফে নতুন তারকার আবির্ভাব হবে। নিয়মিত এমন আয়োজন হওয়া উচিত। গলফ ফেডারেশনের এমন আয়োজনকে আমি মন থেকে সাধুবাদ জানাই। ফেডারেশনের এমন উদ্যোগের মধ্য দিয়ে গলফে একটা নবজাগরণের প্রতিধ্বনি দেখতে পাচ্ছি।’
বিডি প্রতিদিন/আরাফাত