লিগস কাপ ফাইনালের পর অশোভন আচরণের জন্য কড়া শাস্তির মুখে পড়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু ছোড়ায় আয়োজক কমিটি তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সুয়ারেজের শাস্তি নিশ্চিত ছিল বলেই মনে করা হচ্ছিল, তবে ম্যাচের নিষেধাজ্ঞার মাত্রাটাই ছিল দেখার বিষয়।
গত রবিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে সাউন্ডার্স ৩-০ গোলের জয় পায় মায়ামির বিপক্ষে। ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। এ সময় সতীর্থ ও কোচদের বাধা সত্ত্বেও সুয়ারেজ প্রতিপক্ষ কর্মকর্তার দিকে থুতু ছুঁড়ে দেন।
শুধু সুয়ারেজই নন, ইন্টার মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতসকে দুই ম্যাচ এবং ডিফেন্ডার তোমাস আভিলেসকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে সহিংস আচরণের কারণে। পাশাপাশি সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টও একই কারণে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
কমিটির বিবৃতিতে বলা হয়, ‘শাস্তিপ্রাপ্ত চারজনকে জরিমানাও গুনতে হবে। লিগস কাপের নিয়ম অনুযায়ী এসব নিষেধাজ্ঞা আসন্ন আসরগুলোয় কার্যকর হবে।’
শুধু এটুকুই নয়, মেজর লিগ সকার (এমএলএস) চাইলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি এমএলএস। লিগস কাপ প্রতিবছর গ্রীষ্মে আয়োজিত হয়, তাই নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে ২০২৬ আসর থেকে।
এদিকে মায়ামির সঙ্গে সুয়ারেজ ও বুসকেতসের চুক্তি চলতি মৌসুম শেষেই শেষ হয়ে যাবে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন সুয়ারেজ লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর উত্তেজনার মুহূর্তে যা ঘটেছে, তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। তবে আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এ ধরনের আচরণে আমার পরিবার কষ্ট পায়, আমার ক্লাব ক্ষতিগ্রস্ত হয়, যা কোনোভাবেই প্রাপ্য নয়।’ মায়ামিও এক বিবৃতিতে বলেছে, ‘লিগস কাপ ফাইনালের পর মাঠে যেসব ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানাই।’
বিডি প্রতিদিন/নাজিম