পিঠের ইনজুরির কারণে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ও’রুর্ক। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ বছর বয়সী এই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন। পুনর্বাসনের জন্য দ্রুত তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে পরবর্তী স্ক্যান রিপোর্টে তার পেশীর ইনজুরির মাত্রা ধরা পড়ে।
এ সম্পর্কে নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘এই মুহূর্তে আমরা সবাই উইলের অনুপস্থিতি অনুভব করছি। একইসাথে তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া, ঐ মাসেই ইংল্যান্ড ও নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজও মিস করবেন ও’রুর্ক।
অল রাউন্ডার গ্লেন ফিলিপসও উরুর ইনজুরির কারনে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন। এই সমস্যার কারনে জিম্বাবুয়ে সফরেও অনুপস্থিত আছেন ফিলিপস।
এদিকে ডান পায়ের অস্ত্রোপচারের কারনে ওপেনার ফিল এ্যালেন অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
সব মিলিয়ে হতাশ ওয়াল্টার বলেছেন, ‘গ্লেন ও ফিনের সার্ভিস না পাওয়াটা সত্যিই হতাশার। সাম্প্রতিক সময়ে আমাদের টি২০ দলে ব্যাটিং বিভাগে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার ইংল্যান্ডের টেন হান্ড্রেড টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছে। যদিও তিনি সামান্য গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন। এছাড়া ওয়াল্টার জানিয়েছেন পেটে অস্ত্রোপচারের কারনে স্পিনিং অল-রাউন্ডার ওয়াল্টারের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মাসখানেক সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের আগে তার ফিরে আসার আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম