সম্প্রতি টটেনহ্যাম হটস্পার ছেড়ে মেজর লিগ সকারের ক্লা লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন সন হিউং-মিন। তার বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন কোচ থমাস ফ্র্যাংক।
সনের বিদায়ে নতুন কোচ ফ্র্যাংককে বাধ্য হয়েই নতুন নেতা খুঁজে নিতে হয়েছে। বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকাজয়ী সেন্টার-ব্যাক রোমেরো উত্তর লন্ডনের ক্লাবটিতে আনগে পোস্তেকোগ্লুর দুই বছরের মেয়াদে জেমস ম্যাডিসনের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক বিবৃতিতে ফ্র্যাংক বলেছেন, রোমেরোর সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। এতে তিনি বেশ সম্মানিত বোধ করছেন ও দারুণ খুশী হয়েছেন। মাঠে চমৎকার এই ক্লাবটিকে নেতৃত্ব দেওয়া যে কোনো খেলোয়াড়েরই স্বপ্ন। আমি মনে করি রোমেরোর মধ্যে অধিনায়কের সব ধরনের গুণাবলি রয়েছে। নিজের সদ্ব্যবহার দিয়ে সে মাঠে নেতৃত্ব দেবে, পুরো দলকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, আমরা একটি লিডারশিপ গ্রুপ গড়ে তুলতে চাচ্ছি। একজন আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে, কিন্তু তার সাথে সম্ভাব্য চার থেকে পাঁচজনের একটি গ্রুপ গঠন করতে চাই যারা একে অন্যকে সহযোগিতা করবে। আমি যেমন নিজের মত করে কাজ করি, কিন্তু আমার চারপাশে দুর্দান্ত একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ