ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে ইসারায়েলের তিনটি কৌশলগত স্থানে হামলা চালিয়েছে। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন, দক্ষিণের নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত এলিয়াত বন্দর। এই হামলা ইসরায়েলের ওপর হুথির চলমান প্রতিরোধের অংশ হিসেবে চালানো হয়েছে।
প্রথম হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ‘জুলফিকার’ নামক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জেনারেল সারি জানান, এই হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়।
এরপরের ধাপে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে আরও তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মধ্যে ছিল উক্ত বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং এলিয়াত বন্দরের স্থাপনাগুলো।
জেনারেল সারি বলেন, গাজায় আমাদের ভাইদের ওপর পরিচালিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন সামরিক অভিযান চালাতে কখনো দ্বিধা করবে না। তিনি আরও বলেন, ইয়েমেন পরিস্থিতির বিবেচনায় ভবিষ্যতে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইলাত বন্দরের শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জানা গেছে, ইয়েমেনি বাহিনীর নৌ অবরোধের কারণে বন্দরের আর্থিক সংকট গভীরতর হয়েছে, ফলে ঋণ বৃদ্ধি এবং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল