পাঁচ বছরের চুক্তি শেষে সম্প্রতি লিল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জোনাথান ডেভিড। এবার পাঁচ বছরের নতুন চুক্তি করলেন তিনি। বলা যায়, জোনাথান ডেভিডের ক্যারিয়ারের জন্য এটি দারুণ এক মাহেন্দ্রক্ষণ। কানাডার সফলতম গোলস্কোরার পাড়ি জমালেন জুভেন্টাসে।
লিলে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট ছিলেন ডেভিড। ২০৩০ পর্যন্ত তার নতুন ঠিকানা জুভেন্টাস। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইতালিয়ান ক্লাবটিতে প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন বলে জানিয়েছে সেখানকার সংবাদমাধ্যম। নানা বোনাস থেকে আয়ের সুযোগ আছে আরও ২০ লাখ ইউরোর।
ডেভিডের বাবা-মা হাইতির তবে তার জন্ম নিউ ইয়র্কে। তার তিন মাস বয়সেই অবশ্য বাবা-মা ফিরে যান হাইতিতে। পরে তার ছয় বছর বয়সে পরিবার পাড়ি জমায় কানাডায়। সেখানকার বিভিন্ন ক্লাবের একাডেমি হয়ে তার বেড়ে ওঠা।
প্রথম পেশাদার চু্ক্তি করেন তিান ১৮ বছর বয়সে বেলজিয়ান ক্লাব শেন্তে। সেখান থেকে ২০২০ সালে নাম লেখান লিলে। ফরাসি ক্লাবটির হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল করার পাশাপাশি সহায়তা করেন ১২ গোলে।
সব মিলিয়ে ১০৯ গোল করে লিলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার তিনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিলের হয়ে সবচেয়ে বেশি গোল তারই। এর মধ্যে জুভেন্টাসের বিপক্ষে গোল আছে তার, ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। দেশের হয়ে ডেভিডই সেরা। কানাডার জার্সিতে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড তার।
সেরি আর রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস গত মৌসুম কাটিয়েছে হতাশায়। কদিন আগে ক্লাব বিশ্বকাপেও তারা শেষ ষোলো থেকে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। নতুন মৌসুমের আগে শক্তি বাড়ানোর চেষ্টায় আছে দলটি। বিশেষ করে দুসান ব্লাহোভিচ ফর্ম হারিয়ে অধারাবাহিক হয়ে পড়ায় ঘাটতি পূরণের পথ খুঁজছিল তারা। সেখানেই এখন তাদের ভরসা ডেভিড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ