শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান কুসাল মেন্ডিস নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তিনি প্লে-অফের জন্য গুজরাট টাইটান্স দলে যোগ দেবেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
গুজরাট টাইটান্সের হয়ে শেষ তিন ম্যাচে খেলবেন জস বাটলার। তবে এরপর ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নিতে তিনি দল ছাড়বেন। তার বদলি হিসেবেই মেন্ডিসকে দলে নিচ্ছে গুজরাট।
আইপিএলের ফাইনাল এখন ৩ জুন, আর প্লে-অফ শুরু ২৯ মে। নতুন সূচির কারণে বাটলারের অবর্তমানে সুযোগ পাচ্ছেন মেন্ডিস, যিনি আগে কখনো আইপিএলে খেলেননি।
সম্প্রতি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাঁচ ম্যাচে ১৪৩ রান করেন তিনি। তবে পাকিস্তানে ফিরে না গিয়ে আইপিএলে খেলবেন মেন্ডিস, যার পেছনে রয়েছে নিরাপত্তা উদ্বেগ।
বর্তমানে ভারতের ভিসার জন্য অপেক্ষা করছেন তিনি। সব ঠিক থাকলে আইপিএল পুনরায় শুরু হলে গুজরাট দলে যোগ দেবেন মেন্ডিস, যেখানে আগে থেকেই আছেন আরেক লঙ্কান তারকা দাসুন শানাকা।
বিডি প্রতিদিন/মুসা