আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি।
বৃহস্পতিবার ফাইনালে চ্যাম্পিয়ন দল ৩৬ লাখ মার্কিন ডলার পাবে বলে জানিয়েছে আইসিসি। আগের আসরে যার পরিমাণ ছিল এর থেকেও ১৬ লাখ ডলার কম। এছাড়া রানার্সআপ দল পেতে যাচ্ছে ২১ লাখ মার্কিন ডলার। যা আগের দুই আসরে চ্যাম্পিয়ন দলের পাওয়া অর্থের চেয়েও বেশি!
এতে উপকৃত হয়েছে বাংলাদেশও। গত দুই আসরে নবম স্থানে থাকা বাংলাদেশ পেয়েছিল ১ লাখ মার্কিন ডলার। এবার সপ্তম স্থানে থেকে তারা পেয়েছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা গত আসরের চেয়েও সাতগুণ বেশি।
তিন নম্বরে থাকা ভারতের প্রাপ্তি ১৪ লাখ ৪০ হাজার ডলার। এই প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড চতুর্থ হয়ে পেয়েছে ১২ লাখ ২০ হাজার ডলার। পাঁচে থাকা ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার, আর ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশের পরে আট নম্বরে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি ৬ লাখ ডলার। আর নয় নম্বরে থাকা পাকিস্তান পেয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার।
বিডি-প্রতিদিন/বাজিত