ফুটবলের মূল অঙ্গনে যেখানে এক রকম হতাশা ঘিরে রেখেছে ব্রাজিলকে, সেখানেই উল্টো চিত্র বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ ২০২৫-এ শিরোপা জিতে ফের শিরোনামে এসেছে সেলেসাওরা।
রবিবার (১১ মে) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিল ৪-৩ ব্যবধানে হারিয়েছে ইউরোপের শক্তিশালী দল বেলারুশকে। এ জয়ের মাধ্যমে সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল। ওমানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করে আলোড়ন তোলে তারা। এরপর কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠে দলটি। সেমিফাইনালে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে তারা।
ব্রাজিলের এই শিরোপা জয় এমন এক সময়ে এলো, যখন তাদের জাতীয় ফুটবল দল রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ ও পরিকল্পনায় শ্রীবৃদ্ধির চেষ্টা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। হেক্সার স্বপ্নে ফের মাঠে নামতে প্রস্তুত হচ্ছে নেইমার-রাফিনহারা।
বিডি প্রতিদিন/মুসা