পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৬৪ রানে হেরেছে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে এদিন একাদশে ছিলেন না বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। রানাকে একাদশের বাইরে রেখে খেলতে নেমে বড় ব্যবধানে হেরেছে পেশোয়ার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে কোয়েটাকে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় কোয়েটা। দলের শীর্ষ ৫ ব্যাটার ছুঁয়েছেন দুই অঙ্ক, এর মধ্যে ৪ জন পার করেছেন ৩০। কেউ ফিফটি পাননি।
২৬ বলে ৩৩ রান করেন মার্ক চ্যাপম্যান। ২৭ বলে ৩২ রান করেন কুশল মেন্ডিস। দুই ওপেনারের মধ্যে সাউদ শাকি ২৬ বলে ৩২ রান করেন। ১৬ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেন ফিল অ্যালেন।
পেশোয়ারের হয়ে ৩ উইকেট নেন আলজারি জোসেফ। জবাব দিতে নেমে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে পেশোয়ারের ইনিংস। অধিনায়ক বাবর আজম ওপেনিংয়ে নেমে করেছেন ৭ বলে ১২ রান। দলের ৫০ রানের মধ্যেই হাওয়া ৫ উইকেট। মাঝে লড়াই চালিয়েছেন হুসাইন তালাত।
৩৪ বলে ৩৯ রানের লড়াকু ইনিংসে হারের ব্যবধানই কমেছে শুধু। এছাড়া ৮ বলে ১৫ রান করেন মিচেল ওউন। ১৫.২ ওভারে ১১৪ রান তুলে থেমেছে পেশোয়ার। ৬৪ রানের জয় তুলে নেয় কোয়েটা। কোয়েটার হয়ে ৩৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ।
বিডি প্রতিদিন/নাজিম