জমে উঠেছে এবারের আইপিএল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টেবিলের নিচের দিকের দুই দল। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি হয়ে উঠেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। হেরে গেলে প্লে-অফের আশা হারাবে হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ জিতে রয়েছে নবম স্থানে। তাদের হার্ড হিটিং ব্যাটিং লাইনআপ নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
অপরদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স শেষ তিন ম্যাচে জিতে ফর্মে ফিরেছে এবং ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে কারা থাকবেন একাদশে? দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ—
সানরাইজার্স হায়দরাবাদ:
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জি শান আনসারি, মোহাম্মদ শামি।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রায়ান রিকেলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।
এই ম্যাচে যদি সানরাইজার্স হেরে যায়, তবে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে তারা। মুম্বাইয়ের জয়ের ধারা অব্যাহত থাকলে তারা দ্রুতই সেরা চারে চলে আসতে পারে।
বিডি প্রতিদিন/মুসা