পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করে দিলেন মাত্র ৪ রান। পরে আরেক ওভারে ৬ রান। এরপর আর বোলিং পেলেন না রশিদ খান। তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের।
গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার (২৯ মার্চ) ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রশিদ। আইপিএলে ২০ ওভারের কোনও ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই।
এই পরিসংখ্যানেই ফুটে উঠছে, কতটা গুরুত্বপূর্ণ তার বোলিং। অবশ্য রশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।
২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ