আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারলো মুম্বাই।
অর্থাৎ গত ১৩ বছর ধরে একই ধারা বজায় রেখে চলেছে মুম্বাই। আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে হারার রীতি চলতি মৌসুমেও পাল্টাল না। ২০১২ সালে শেষ বার মুম্বাই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল। সেবার নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে পরাজিত করেছিল তারা। তারপর ২০১৩ সাল থেকে মুম্বাই আর কখনো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতেনি।
রবিবার (২৩ মার্চ) আইপিএলের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার তারা চেন্নাইয়ের কাছে ৪ উইকেটে হেরে বসে থাকে। এদিন মুম্বাই প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়ের দল।
সেই সঙ্গে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের হারের রেকর্ড অব্যাহত থাকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত