এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৪ সদস্যের দল নিয়ে তারা ভারত যাচ্ছেন, তবে শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিন ফুটবলার- পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী।
এর আগে, সৌদি আরবের তায়েফে ২৯ ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে বাদ পড়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম, চোটের কারণে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। এরপর গতকাল ঢাকায় অনুষ্ঠিত অনুশীলনের পর স্কোয়াড ২৪ জনে নামিয়ে এনেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা।
এই ২৪ সদস্যের দল আগামী ২৫ মার্চ ভারতের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মো. ইব্রাহিম, আল আমিন
বিডি প্রতিদিন/মুসা