ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছিল। বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌরভ এবং তার সঙ্গে থাকা অন্যরা অক্ষত আছেন, কারও কোনো চোট লাগেনি।
জানা গেছে, সেই সময় বৃষ্টি হচ্ছিল, রাস্তাও ছিল পিচ্ছিল। সৌরভের গাড়িবহরের সামনে একটি লরি ছিল, যা হঠাৎ ব্রেক কষে। সৌরভের গাড়ির চালক তাৎক্ষণিক ব্রেক চেপে গাড়ি থামালেও পেছনের দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দাদপুর থানার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি। গাড়িবহরের যে দুটি গাড়ি সংঘর্ষে জড়িয়েছিল, সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির চালক ও যাত্রীরা সবাই সুস্থ আছেন।
দুর্ঘটনার পরও পূর্বনির্ধারিত গন্তব্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান সৌরভ গাঙ্গুলি। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। পরে মোহনবাগান মাঠ পরিদর্শন করেন এবং রাধারাণী স্টেডিয়ামে বর্ধমান ক্রীড়া সংস্থার (বিডিএস) সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ বলেন, "আমি আপ্লুত। বর্ধমানে আসতে পেরে খুব ভালো লাগছে। তার চেয়েও বেশি খুশি এই আমন্ত্রণের জন্য। অনেক দিন ধরেই বিডিএসের পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ এখানে আসতে পেরে দারুণ লাগছে।"
"৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) কাজ করছে। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। ভবিষ্যতেও জেলা ক্রিকেটের বিকাশ ঘটিয়ে আরও খেলোয়াড় তুলে আনতে হবে," যোগ করেন সৌরভ।
বিডি প্রতিদিন/আশিক