ইউরোপসেরার লড়াইয়ে এসে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারল না কাতালানরা। তুমুল লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে প্যারিসিয়ানরা। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের বাহিনী।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তুরেস। প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ম?্যাচের শেষ সময়ে ব?্যবধান গড়ে দেন গন্সালো রামোস। এ জয়ে তিনে উঠে এলো পিএসজি। আরও পাঁচ দলের মতো নিজেদের প্রথম দুই ম?্যাচ জিতল গত আসরের চ?্যাম্পিয়নরা। তবে গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোল সত্ত্বেও মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। অপরদিকে লন্ডনে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে পরাজিত করে শতভাগ জয় ধরে রেখেছে আর্সেনাল। আর ব্রাসেলসে বেলজিয়ান চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-গিলোসের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে নিউক্যাসল। রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হেরেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিক ক্লাব। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পোটিংয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নাপোলি।