দুরন্ত সূচনার পরও ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে জাকের আলী অনিকের দল। রশিদ খানের ভেলকিতে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে শেষে নুরুল হাসান সোহান ও রিশাদের ক্যামিওতে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২৩ রানে অপরাজিত থেকে দলকে জয় উপহার দেন সোহান। রিশাদ খেলেন ৯ বলে ১৪ রানের ইনিংস। শারজাহতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
গতকাল রাতে টস জিতে আফগানরা ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে দারুণ খেলতে থাকে বাংলাদেশ। জয়ের ভিত দেন দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। ৭১ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা। ম্যাচসেরা ইমন ৩৭ বলে ৩ ছক্কা ও ৪ চারে খেলেন ৫৪ রানের ইনিংস। তামিম করেন ৩৭ বলে ৫১ রান। ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ৩ চারে। তাদের উইকেটের পর নিয়মিত সাজঘরে ফিরতে থাকেন সাইফ ০, জাকের ৬, শামীম ০ রানে। শেষে সোহান-রিশাদের ১৮ বলে ৩৫ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। আফগানদের হয়ে রশিদ খান একাই ১৮ রান খরচে নেন ৪ উইকেট।