ব্রাদার্স ইউনিয়ন পেশাদার ফুটবল লিগে কখনো চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতে পারেনি। সেই মানের দল না গড়ায় লিগে তারা উঁচু আসনে থাকতে পারছে না। এমনকি জনপ্রিয় ক্লাবটি পেশাদার লিগ থেকে একবার নেমেও গিয়েছিল। দুর্বল ক্লাব পরিচালনায় তারা সংকটে বন্দি। নতুনভাবে কমিটি গঠনের পর ব্রাদার্স চেনা রূপে ফেরার চেষ্টা করছে। গেল মৌসুমে লিগে পঞ্চম স্থানে ছিল। বড় দলগুলোকে রুখেও দিয়েছিল। আসন্ন ফুটবল মৌসুমে দেশিবিদেশি মিলিয়ে শক্তিশালী দল গড়ে। সেনেগাল, প্যারাগুয়ে, আইভরি কোস্ট ও ব্রাজিলের খেলোয়াড় অন্তর্ভুক্ত করে। সার্কভুক্ত দেশের ফুটবলাররা এবার দেশি কোটায় খেলতে পারবেন ঘরোয়া ফুটবলে। এ ক্ষেত্রে ব্রাদার্সই লাভবান হয়। নেপাল জাতীয় দলের চার খেলোয়াড়কে তারা দলে টেনেছে। দু-একজন চলে গেলেও লোকাল কালেকশনও মন্দ নয়। সব মিলিয়ে এবারই তারা চোখে ধরে রাখার মতো দল গড়েছে। ঘর গুছিয়ে ব্রাদার্স যখন মাঠে নামার অপেক্ষায়। তখনই ক্লাবটি বড় দুঃসংবাদ পেল। দলে ভেড়ানোর পরও তাদের ছয় ফুটবলার খেলতে পারবেন না। এর মধ্যে চার স্থানীয় ও দুই বিদেশি। প্যারাগুয়ের ফার্নান্দো জেসুস প্রিস্টোভোরেস কুইন ও নাইজেরিয়ার সানডে চিজোবাকে এবার প্রথম ব্রাদার্স দলভুক্ত করেছিল। স্থানীয়দের মধ্যে খেলতে পারবেন না গোলররক্ষক রাসেল মাহমুদ, নাবিল খন্দকার জয়, এলিটা কিংসলে ও আবিদ আহমেদ। প্রশ্ন হচ্ছে দলবদলে নাম নিবন্ধন করার পরও কেন ছয় ফুটবলার খেলতে পারবেন না। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবারই প্রথম নিয়ম করেছে নতুন মৌসুমে কারা খেলবে তাদের নাম ফেডারেশনে নিবন্ধন করার আগে তাদের কাছে সাবমিট করতে হবে এবং তা বাধ্যতামূলক। তা না হলে খেলার অনুমতি পাবে না। পেশাদার লিগে খেলা ক্লাবগুলো ফিফার নতুন নিয়ম জানত। তাই ফিফার কাছে খেলোয়াড়দের নামও পাঠায়। ব্রাদার্স সবার নাম পাঠালেও খামখেয়ালিপনায় ছয়জন বাকি থেকে যায়। প্যারাগুয়েন ফুটবলারের বিষয়টি আবার ভিন্ন। ব্রাদার্স ভুল করে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়ে ফার্নান্দোর ছাড়পত্র চেয়েছিল। খেলোয়াড় প্যারাগুয়ের আর উরুগুয়ের কাছে কেন চিঠি যাবে। ভুল করেই এমনটি ঘটেছে। ছয় ফুটবলারের আপাতত ব্রাদার্সে খেলার সুযোগ থাকছে না। কেননা উইন্ডো তো শেষ, চিঠি পাঠিয়ে ফিফা তা বাফুফের কাছে জানিয়েও দিয়েছে কারা খেলতে পারবেন না। সেকেন্ড উইন্ডোতে তাদের নাম ফিফায় রেজিস্ট্রেশন হওয়ার পরই খেলতে পারবেন। ব্রাদার্স ইউনিয়নে ফুটবল দলের ম্যানেজার আমের খান প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে ভুলের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘নতুন নিয়মে ফিফার এত খেলোয়াড় নাম পাঠানোর পরও ছয়জনের হলো না এটাই আক্ষেপ। যাক যা হওয়ার হয়ে গেছে ভুলের পুনরাবৃত্তি না ঘটে এখন থেকে আমরা সতর্ক থাকব।’ ছয়জন না খেললেও ব্রাদার্সের বড় সমস্যা হবে না। দলে চার নেপালি রয়েছেন। আইভরি কোস্ট, সেনেগাল ও ব্রাজিলের খেলোয়াড় থাকছেন। লোকাল তো আছেই। হয় তো শক্তি কিছুটা কমে গেল।
শিরোনাম
- জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি : পরিবেশ উপদেষ্টা
- ভারতে বর্ণবৈষম্যের অভিযোগে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
- ২৭তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ
- গাজায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৫৫ হাজার শিশু, প্রতিবন্ধকতার শিকার হতে পারে অনেকে
- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর
- সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাব জব্দ
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু ইসরায়েলের
- বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উঞ্চতম মাস ছিল সেপ্টেম্বর
- ইসরায়েল-হামাসের শান্তিচুক্তি নিয়ে যা বললেন মোদি
- বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত জাতিসংঘের
- রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২০০ উইকেটের ক্লাবে রশিদ খান
- সাবেক এমপি ওমর ফারুকসহ পাঁচজন গ্রেফতার
- রবিবার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর
- চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু
- পারিবারিক দ্বন্দ্বের জেরে খুলনায় ব্যবসায়ীকে হত্যা
- চাপাইনবাবগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টাঙ্গাইলে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
দুঃসংবাদ ব্রাদার্সের
দলবদলের পরও ছয় ফুটবলার খেলতে পারবেন না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
