ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। শিশুটি পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাতভর গ্রামের মানুষ মসজিদের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ করে। বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে ভেসে ওঠা অবস্থায় তাহছিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বলেন, শিশু তাহছিনের নিখোঁজের বিষয়টি জানার পর আমরা অনুসন্ধান চালাই। ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম