২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
লাসলোকে এই পুরস্কার দেওয়া হয়েছে, 'তাঁর অনিবার্য এবং দূরদর্শী কাজের জন্য, যা মহাপ্রলয়ঙ্করী ভয়ের মধ্যেও শিল্পের শক্তিকে আবারও দৃঢ় করে।' লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। অনুরূপ একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলই হলো ক্রাসনাহোরকাইয়ের প্রথম উপন্যাস সাতানটাঙ্গোর (১৯৮৫ সালে প্রথম প্রকাশিত) প্রেক্ষাপট। হাঙ্গেরির গ্রামীণ এক পরিত্যক্ত সমবায় খামারে বাস করা একদল দরিদ্র মানুষের কথা বলা হয়েছে এই উপন্যাসে। সমাজতন্ত্রের পতনের ঠিক আগ মুহূর্তে যাঁরা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন। হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে এই উপন্যাসটি। এই লেখকের এই উপন্যাস ব্রেকথ্রু কাজ হিসেবে পরিচিতি পেয়েছে।
সুইডেনের রাজধানী স্টকহোমে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ীরা পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার। এ অর্থ তারা তাদের ভবিষ্যতের গবেষণায় কাজে লাগানোর সুযোগ পাবেন।
গত বছর দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বিডি প্রতিদিন/এএম