বাংলাদেশে নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মেলবোর্নে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ঢাকায় ফেরার কথা ১৭ আগস্ট। দেশে না থাকলেও গতকাল প্রায় ৬ ঘণ্টার জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন বুলবুল। দীর্ঘ বৈঠকে ১৪টি এজেন্ডা ছিল। সবগুলোই ছিল ক্রিকেট সংশ্লিষ্ট। ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা না থাকলেও আলোচনায় ছিল ফুটবল। বিসিবির পরিচালকরা গতকালের সভায় চূড়ান্ত করেন, বাংলাদেশ ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেবেন। নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে মিয়ানমারের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টপকাতে ঋতুপর্ণার অবদান ছিল। সেজন্যই তাকে একটি বাড়ি তৈরি করে উপহার দিচ্ছে বিসিবি। গতকাল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বাংলাদেশের চিফ কিউরেটর হিসেবে চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়ান বংশো™ভূত অ্যান্থনি টমি হেমিংকে। এতে কিউরেটর গামিনি ডি সিলভার যুগের অবসান হচ্ছে। দীর্ঘদিন ধরে গামিনি মিরপুরের চিফ কিউরেটর হিসেবে কাজ করছিলেন। তার বিপক্ষে দুর্নীতি কিংবা যথেচ্ছাচারের কোনো অভিযোগ নেই। কিন্তু মিরপুরের উইকেট নিয়ে বিস্তর অভিযোগ ছিল। সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ শেষে উইকেট নিয়ে অভিযোগ করেন সফরকারী কোচ মাইক হেসন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মিরপুরের উইকেটে খেলে টি-২০ এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে না। এরপরই কপাল পুড়েছে গামিনির। হেমিং এর আগে ২০২৩ সালে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিসিবির সঙ্গে। কিন্তু এক বছর পেরোনোর আগেই গামিনির সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে চলে যান। এরপর পিসিবির চিফ কিউরেটর হন। এর আগে শারজাহর চিফ কিউরেটর ছিলেন। গতকালের সভায় পাওয়ার হিটিং স্পেশালিস্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জুলিয়ান উডকে। জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম খেলবে ময়মনসিংহ বিভাগ। দলটি জাতীয় ক্রিকেটে খেলবে ঢাকা মেট্রোপলিটনের পরিবর্তে। দলটি চার দিনের ম্যাচ খেললেও টি-২০ ফরম্যাটে খেলবে না।
শিরোনাম
- উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে
- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- তারেক রহমান গণমানুষের নেতা : প্রিন্স
- জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি, সময় ২০ আগস্ট পর্যন্ত
- ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
- ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
- তালাবদ্ধ থাকায় অফিসে প্রবেশ করতে পারেননি আটাব প্রশাসক
- বরিশালে এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৬
- বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত
- সিলেটে যুবদলকর্মী খুন
- কোরিয়ার বিপক্ষে হেরেও মূল পর্বের সম্ভাবনা জিইয়ে আছে বাংলাদেশের
- পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ইবি শিক্ষার্থীদের
- হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
- ঝিনাইদহে শিক্ষক নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি
- কুমিল্লায় আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- বগুড়ার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা
ঋতুপর্ণাকে বাড়ি উপহার বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
