কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে রেললাইনের উপর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ থেকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরের পর কোনো একসময় চট্টগ্রামগামী (ডাউন লাইন) ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে, যা ট্রেনের আঘাতে মৃত্যুর সম্ভাবনাকে স্পষ্ট করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। উল্লেখ্য, এ বছরের ২৩ এপ্রিল একই স্থান থেকে ট্রেনে কাটা অবস্থায় তিন কিশোরের মরদেহ উদ্ধার হয়েছিল।
ওই ঘটনার পর থেকেই এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, নিরিবিলি এই স্থানটিকে হত্যার পর লাশ গুম করার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ