রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
অচেতন অবস্থায় উদ্ধার করে শুক্রবার (৩ অক্টবর) বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার এসআই মো. মিজানুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনসার সদস্যদের সহযোগিতায় ওয়াসিমুলকে উদ্ধার করা হয়।
মৃতের মামাতো ভাই হেলাল খান জানান, ওয়াসিমুল দীর্ঘ ১৫ বছর মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রমনা পার্কে যান। স্থানীয়রা কিছুক্ষণ পর তার জুতা উপরে পড়ে থাকতে দেখে। পরে লেকে তার ভাসমান দেহ দেখতে পান।
তিনি আরও বলেন, প্রায় ১৫-২০ বছর আগে একই জায়গায় তার আপন ভাই রবিন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান। আজ একই জায়গায় ওয়াসিমুলও মারা গেলেন। ওয়াসিমুল হক ঢাকার মগবাজারের ১৯ ইস্কাটন গার্ডেনের বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ