বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার প্রস্তাবিত নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা কংগ্রেসের প্রস্তাবিত কমিটির সভাপতি শতদল বিশ্বাসের সভাপতিত্বে এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মোল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সদর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, আগামী নির্বাচনে পরিবেশ ভালো হলে বাংলাদেশ কংগ্রেস অংশ নেবে।
২৪ এর আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের রক্ত যেন বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছাচ্ছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, দল নিবন্ধনের সময় আমরাও শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে ডাব পথিক প্রতীক দেয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন