২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারে আট দেশের মধ্যে এশিয়া কাপ হকি হবে। টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল পাকিস্তান। তবে তারা অংশ নেবে কি না এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বুধবার পাকিস্তান সরকারের ক্রীড়া দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে দুই দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতে গিয়ে কোনো খেলাতেই অংশ নেবে না। এ নিয়ে ফেডারেশনগুলোকে কোনো মন্তব্য না করার নির্দেশও দেওয়া হয়েছে। আনন্দবাজার লিখেছে পাকিস্তান হকি সংস্থা আগে জানিয়েছিল এশিয়া কাপ খেলতে ভারতে আসতে প্রস্তুত তারা। ভারতও তাদের ভিসা দিতে প্রস্তুত ছিল।
এদিকে আবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার পাকিস্তান সরকার ক্রীড়া দপ্তরের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা চূড়ান্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে শনিবার। বিবৃতিতে ক্রীড়া দপ্তর বলছে, এখন সুরক্ষার যে পরিস্থিতি তাতে কোনো জাতীয় ক্রীড়া সংস্থা ভারতে দল পাঠাতে পারবে না। এতে স্পষ্ট করে বলা হয়েছে এতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। প্রশ্ন হচ্ছে পাকিস্তান যদি না খেলে তাহলে কি বাংলাদেশের সুযোগ থাকছে? বাছাই পর্বে বাদ পড়ায় এশিয়া কাপে খেলার সুযোগ ছিল না বাংলাদেশের। এখন যেহেতু একটি দল কমছে তাতে পজিশন অনুযায়ী বাংলাদেশেরই খেলার কথা। এশিয়ান হকি ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে তা এখন দেখার বিষয়।