একে হতাশা ছাড়া আর কী বলা যায়? কাবাডি ফেডারেশন আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল নারী বিশ্বকাপের দল ঘোষণা করবে তারা। ১৩ বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মেয়েরা কাবাডির বিশ্বকাপ খেলবে। ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্মকর্তারাও আনন্দিত ছিলেন দীর্ঘদিন পর তাদের কমিটির মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে। গতকাল ঢাকঢোল পিটিয়ে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করল তারা। এর ঘণ্টাখানেক পরই ফেডারেশন দুঃসংবাদ পেল- আপাতত মেয়েদের বিশ্বকাপ হচ্ছে না। ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত ভারতের হায়দরাবাদে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কাবাডি ফেডারেশনের কাছে আয়োজকরা মেইলে জানান, অংশগ্রহণকারী দেশগুলো টিম কন্টিজেন্ট বিবরণ সময়মতো জমা না দেওয়ায় বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে। যারা স্কোয়াডে সুযোগ পান তারা নিঃসন্দেহে খুশি ছিলেন। কেননা, বিশ্বকাপ বলে যত কথা। এখন স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবে মুষড়ে পড়েছেন তারা। সত্যি কথা বলতে, বাংলাদেশও ঠিক সময়ে খেলোয়াড়ের সংখ্যা জানাতে পারেনি। যাক, ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক ছিলেন রুপালি আক্তার (সিনিয়র)।
এ ছাড়া শ্রাবণী, মল্লিকা, বৃষ্টি বিশ্বাস, স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), দিশা মণি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান ও আঞ্জু আরা রাক্তি। স্ট্যান্ডবাই প্লেয়ার লাকি আক্তার। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আসাদুজ্জামান মুন্সি।