আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয় করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছেন টাইগাররা। রবিবার তৃতীয় ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছেন জাকের আলিরা। টি-২০ ইতিহাসে প্রতিপক্ষকে সপ্তমবারের মতো একের অধিক ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। অবশ্য এক ম্যাচের সিরিজে তিনবার প্রতিপক্ষকে পরাজিত করার রেকর্ড আছে টাইগারদের। টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দ নিয়েই ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামছে বাংলাদেশ। কাল থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক জাকের আলি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এশিয়া কাপের ব্যর্থতা তার দল কিছুটা হলেও ভুলতে পেরেছে! জাকের আলি বলেন, ‘এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ক্রিকেটাররা ঘুরে দাঁড়িয়েছে। যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, এটা সত্যিই অসাধারণ। আমরা ফিল্ডিংয়ে অনেক ভালো করেছি।’ তিনি বোলারদের বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। জাকের বলেছেন, ‘আমাদের বোলাররা ভালো করেছেন। তারাই ব্যাটারদের জন্য কাজটা সহজ করেছেন।’ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আনন্দ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এ অনুভূতিটা সত্যিই দারুণ। আমরা জানতাম তাদের (আফগানিস্তান) স্পিনাররা অসাধারণ। আমরা এজন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের ক্রিকেটাররা নিজেদের কাজটা ঠিকভাবেই করেছেন।’
টি-২০ সিরিজ শেষ। এবার ওয়ানডে সিরিজের লড়াই। আবুধাবিতে কাল দুই দল প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। এরপর শনিবার দ্বিতীয় ও মঙ্গলবার তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। এক দিনের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজে এর আগে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। দুবার করে জয় পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৬ সালে প্রথমবার ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে দুই দল। সেবার তিন ম্যাচের সিরিজ খেলতে আফগানরা এসেছিল বাংলাদেশে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয় মিরপুর স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৭ রানে। টাইগারদের করা ২৬৫ রানের বিপরীতে আফগানরা করে ২৫৮ রান। দ্বিতীয় ওয়ানডেতে আফগানরা জিতে যায় ২ উইকেটে। বাংলাদেশ ২০৮ রান করে। জবাবে ২ বল হাতে রেখে ২১২ রান করে জয় তুলে নেয় আফগানিস্তান। তৃতীয় ম্যাচে ১৪১ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তৃতীয় ম্যাচে আফগানরা ৭ উইকেটের জয়ে হোয়াইটওয়াশের পরাজয় থেকে বেঁচে যায়। এরপর আরও দুবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুই দল। ২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতে জয় পায় আফগানরা। তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে আফগানিস্তান। ২০২৪ সালের নভেম্বরে শারজাহতে ফের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুই দল। এবারও ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা। এক দিনের ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান পঞ্চম দ্বিপক্ষীয় সিরিজে কী অপেক্ষা করছে?