হারারেতে তিন জাতির টি-২০ টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। গতকাল ৩৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এর আগে ২১ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। জিম্বাবুয়ে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১২০ রান করে। স্বাগতিকদের ইনিংস আটকে রাখেন ব্ল্যাক ক্যাপসের ফাস্ট বোলার ম্যাট হেনরি। তিনি উইকেট নেন ৩টি। এ ছাড়া ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, মিচেল সান্টানার, মিচেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনার ওয়েসলি মাধেভেরে সর্বোচ্চ ৩৬ রান করেন ৩২ বলে ৪ চারে। আরেক ওপেনার ব্রায়ান বেনেট ২১, টম মুনইয়োঙ্গা ১৩ এবং ১২ রান করে করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ১২১ রানের টার্গেটে দ্বিতীয় ওভারে আউট হন ওপেনার টম সেইফার্ট। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ বলে ৬১ রান যোগ করেন ম্যাচসেরা ডেভন কনওয়ে ও রাচিন। ১৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন রাচিন। ৫৯ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৪০ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। এ ছাড়া ২৬ রানে অপরাজিত ছিলেন ড্যারেল মিচেল।