লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো যুগ শেষের পথে। দুই জীবন্ত কিংবদন্তির জায়গায় ধীরে ধীরে অবস্থান শক্ত করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ভবিষ্যতের তারকা হিসেবে নিজেকে মেলে ধরছেন স্পেনের লামিন ইয়ামাল। ১৮ বছর বয়সি ইয়ামাল এখন বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার। খেলছেন বার্সেলোনার পক্ষে। দলটির ১০ নম্বর জার্সি বরাবরই গৌরবের। এ জার্সি পরে খেলেছেন দিয়াগো ম্যারাডোনা, রোনালদিনহো, মেসি। এখন তাদের উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সি গায়ে দেবেন ইয়ামাল। জার্সি হাতে এর মধ্যে একটি ছবি দিয়েছেন তরুণ বিস্ময়। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ১৬ জুলাই ইয়ামালের জার্সি নম্বর ১০ ঘোষণার পরপরই ২৪ ঘণ্টায় ৭০ হাজার বিক্রি হয়ে গেছে। যা বার্সেলোনা ক্লাব ইতিহাসে রেকর্ড। এই জার্সি বিক্রি থেকে ১০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি ১২০ কোটি টাকা রাজস্ব আয় করেছে ক্লাবটি। জার্সিটি কিনতে স্পোর্টিফাই ক্যাম্প ন্যুতে ‘বার্সা বতিগা’ স্টোরে দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। অনলাইন স্টোরে প্রথম ঘণ্টায় ৬ হাজার জার্সি বিক্রি হয়। বিকালে জার্সি দ্বিগুণ বিক্রি হয়। ক্লাব জানিয়েছে, কোনো জার্সিই এত দ্রুত বিক্রি হয়নি।
তাকে বার্সেলোনা ২০৩১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে।