মালদ্বীপের জাতীয় দলের বিপক্ষে খেলা হলে চাপে থাকে বাংলাদেশ। কিন্তু বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ বরাবরই ফেবারিট। অনায়াসে জয় নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের যুবারা। এবারই তার ব্যতিক্রম ঘটল। ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি। মালদ্বীপ যুবাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকায় ধরেই নেওয়া হয়েছিল বড় ব্যবধানে জয় পাবে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেমে আসে হতাশা। তার পরও বাংলাদেশের প্রাধান্য ছিল স্পষ্ট। কিছুটা রিলাক্স মুডে খেলতে গিয়ে দুই গোল খেয়ে যায়। মালদ্বীপের সঙ্গে ড্র করায় ভুটানের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। ভুটানকে হারাতেই হবে। বাংলাদেশ হেরে গেলে বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি। পরে ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভুটান ড্র করলেই দুই দল যাবে সেমিতে।