ফিল সিমন্সকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হেড কোচের দায়িত্বে পুনর্নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় কোচের মেয়াদ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি সিমন্সের মেয়াদ বাড়িয়েছে দুই বছর। বোলিং কোচ হিসেবে গত এক বছর ধরে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। তিনি কাজ করছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের সঙ্গে। শোনা যাচ্ছে, অ্যাডামসের কাজ নিয়ে বিসিবি সন্তুষ্ট নয়। এজন্য নতুন বোলিং কোচের সন্ধানে নেমেছে ক্রিকেট বোর্ড। যদিও অ্যাডামসের চাকরির মেয়াদ আরও এক বছর রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ। গত বছরের ফেব্রুয়ারিতে অ্যাডামসের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। ফিল্ডিং কোচ হিসেবে রাজিন সালেহকে দেখা যেতে পারে। বাংলাদেশের অভিষেক টেস্ট ক্রিকেটার ও সাবেক অধিনায়ক এর আগে টাইগারদের কোচিং স্টাফের সঙ্গে জড়িত ছিলেন। কোনো কারণে যদি অ্যাডামসের চুক্তি বাতিল হয়ে যায়, সেজন্য বিসিবি ইতোমধ্যে যোগাযোগ করছে পাকিস্তানের উমর গুল, শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা, চামিন্দা ভাস, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার শন টেইটের সঙ্গে। ডোনাল্ড ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বিশ্বকাপে দল বাজে পারফরম্যান্স করায় চরমভাবে সমালোচিত হন ডোনাল্ড। এরপর তিনি নিজ থেকে সরে দাঁড়ান। এখন আবার তার সঙ্গে বিসিবি যোগাযোগ করছে। প্রোটিয়া লেজেন্ডস ফাস্ট বোলারের সঙ্গে কাজ করে যথেষ্ট উন্নতি করেছে টাইগার পেসাররা। তবে কোচ বদলের বিষয়টি ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র জানিয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।