চন্ডিকা হাথুরাসিংহে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এ কোচের সঙ্গে সেই চুক্তির মেয়াদ মার্চে শেষ হলেও ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্যারিবিয়ান সিমন্স টাইগারদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজের সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত।
তিনি মনে করেন বাংলাদেশ দলের মধ্যে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। তিনি আবারও কাজ শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিমন্স বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’ ২০০২ সালে অবসর নেওয়ার পর কোচিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন অভিজ্ঞ সিমন্স। এরপর জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের পর দ্বিতীয়বারের মতো টাইগারদের দায়িত্ব নিচ্ছেন সিমন্স।