বিকেএসপিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই ছিল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বিকেএসপি-৪ নম্বর মাঠে দুই পরাশক্তির লড়াইয়ে আবাহনী ২ উইকেটের জয় পেয়েছে। এ জয়ে গাজীকে পেছনে ফেলে সপ্তম রাউন্ড শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে নাজমুল হোসেন শান্তর আবাহনী। হেরে গাজীর পয়েন্ট ১০। সমান ১০ পয়েন্ট মোহামেডান ও অগ্রণী ব্যাংকেরও। অগ্রণী অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ২৩ রানে হারিয়েছে ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে। ধানমন্ডি হারলেও দলনায়ক নুরুল হাসান সোহান সেঞ্চুরি করেন। খেলেন ১০০ রানের ইনিংস। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের চলতি আসরে এটা সোহানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সোহান। বিকেএসপি-৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইমের পক্ষে বাঁ হাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ সেঞ্চুরি করেন। খেলেন ১০৪ রানের অপরাজিত ইনিংস। চলতি আসরে নাইমের এটা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ১৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ব্রাদার্সের বিপক্ষে।
বিকেএসপিতে প্রথম ব্যাটিংয়ে ৪৮.৪ ওভারে ১৫৯ রান করে শাইনপুকুর। ১৬০ রানের টার্গেটে ২৯.৫ ওভার হাতে রেখে ৯ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। নাইম ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৬৪ বলে ১১ চার ও ৪ ছক্কায়। বিকেএসপির আরেক ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৩৫.১ ওভারে ১৯৯ রান করে। বৃষ্টিতে ম্যাচটি কার্টেল ওভারের হয়। অধিনায়ক এনামুল বিজয় ৬৮ রান করেন। আবাহনী ২ উইকেটে জয় পায়। মিরপুরে মোহামেডানের সংগ্রহ ৬ উইকেটে ২১৬ রান। তাওহিদ হৃদয় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৭ বলে। সোহান ৯৩ বলে ১০০ রানের ইনিংস খেললেও ১৯৩ রানে থেমে যায় ধানমন্ডি ক্লাব।