জিনাত তামান্নার রচনা ও পরিচালনায় একক নাটক ‘ভাবিনি এমন হবে’। নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের দুই অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টি এবং শাশ্বত দত্ত। সঙ্গে আছেন মিলি বাসার এবং পাপ্পুসহ আরও অনেকেই। শ্রীমঙ্গলের চমৎকার লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। গল্পে দেখা যাবে, ‘তানিয়া লন্ডন থেকে মাকে নিয়ে যেতে আসে শ্রীমঙ্গলে। এসেই দেখে শাশ্বত তার মা মিলি বাসারকে একরকম দখল করে রেখেছেন। শাশ্বত মাকে যা বলে মা বলতে গেলে সেটাই করেন। তানিয়া সন্দেহ করে মায়ের সম্পত্তির লোভে কোনো ষড়যন্ত্র করছে না তো শাশ্বত? চলতে থাকে নজরদারি। আস্তে আস্তে চরম সত্য সামনে এসে দাঁড়ায়। শুরু হয় সব নাটকীয় ঘটনা। নাটকটি প্রসঙ্গে তানিয়া বৃষ্টি জানান, ‘নাটকটির গল্পটা খুবই চমৎকার। আমরা শ্রীমঙ্গল গিয়ে বৃষ্টির সময় অনেক কষ্ট করে কাজ করেছিলাম। গল্পটি অসাধারণ। নিশ্চয়ই নাটকটিতে দর্শকরা আমাকে অন্যভাবে দেখবেন।’ শাশ্বত বলেন, ‘গল্পের মধ্যে অন্যরকম টুইস্ট আছে। আশা করছি, সবার ভালো লাগবে।’ মিলি বাসার বলেন, ‘ঢাকার বাইরে গিয়ে আমি খুব বেশি কাজ এখন আর করি না। তবে এটা করার কারণ চমৎকার একটি মায়ের চরিত্রের জন্য। গতানুগতিক মায়ের চরিত্রের বাইরে। জিনাত নারী পরিচালক হওয়ায় মায়ের চরিত্রটা বেশ ভালো করে তুলে ধরতে পেরেছেন বলে আমি মনে করি।
তার গুছিয়ে কাজ করার ব্যাপারটা আমার ভালো লেগেছে।’ নাটকটি এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।