ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার। আগের দুই ম্যাচে সাকিবের রান ছিল যথাক্রমে ১১ ও ১৩। আবার বোলিংয়েও তার ওপর আস্থা রাখছেন না অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম। প্রথম দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। গতকালও ত্রিনিবাগোর বিপক্ষে জ্বলে উঠতে পারেননি সাকিব। এদিনও ব্যাট হাতে ১৩ বলে মাত্র ৭ রান করে আউট হন। বল হাতেও এক ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক। এক ওভার বোলিং করে ২ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। যা স্বীকৃত টি-২০তে ৪৫৫ ম্যাচে তার ৪৯৯তম উইকেট। আর মাত্র একটি উইকেট পেলেই ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের এ অলরাউন্ডার। এ ফরম্যাটে ৫০০ বা তার বেশি উইকেট আছে এখন পর্যন্ত কেবল চারজনের- রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে সাকিবের অ্যান্টিগা।
জবাবে ব্যাট করতে নেমে রান তাড়ায় ত্রিনিবাগো সঠিক পথেই ছিল। তবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ তারা মেলাতে পারেনি। ১৫৯ রানে থামে ত্রিনিবাগোর ইনিংস। ৮ রানের জয় পায় অ্যান্টিগা।