বুকে হাহাকার বাড়লে ঝরাপাতার মর্মরের মতো
জীবনের ছন্দ দোলে।
বুকের ভেতর কান্নার শব্দে সচকিত হয় তন্বী-মেঘলা।
চোখের কোনায় বিশ্ব লুটিয়ে পড়ার ক্রন্দন।
হাহাকার ও জীবন করুণরসে বিষাদগ্রস্ত।
অবচেতনেও জোর নেই। পারে না শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে।
তবুও অদৃশ্য সুতোয় টানে মন,
আকাশে মেঘেদের সাথে করে খেলা
দিগন্তের লাল-নীল ঝালরে এঁকে দেয় রঙিন স্বপ্নরেখা
পাখিদের ডানায় ভর করে উড়ে যেতে চায়
সাইবেরিয়ার শুভ্র সফেদে, সুখের নান্দিপাঠে...