সহনশীল উচ্চতায় বসন্তের ফুল ফুটলে, নদী মাঝিকে, মাঝি নদীকে যে প্রস্তাব রাখল- দেখল মেঘ, দূরবর্তী আকাশ। বাস্তবায়নের ঠোঁট ‘কথা হবে’ বলে দিকভ্রান্ত! সহনশীল উচ্চতায় উঠে-নেমেও আমরা যারা অস্থির, হওয়ার জন্য যে ফুল ধরতে চাইতে- সেই ফুলকে মনে পড়ে! সুগন্ধি সরল উন্মুক্ত। হরিণী হাওয়া!
বসন্তের হলুদ সন্ধ্যায় লুকিয়ে যাওয়া হরিণ-
হরিণী সাজলে বসন্তও এলোমেলো!