মধ্যরাতে কাঁপন ধরেছিল কুমারী অঙ্গে,
হিম বাতাসের সাথে ছিল কুয়াশা।
ইচ্ছে পাখি মিছিল করে বলে- উষ্ণ স্পর্শ চাই একান্তে,
এভাবে আর কত রজনী একাকী কাটবে?
পাষাণ প্রাচীরে আবদ্ধ কুমারী মনের বাসনা,
একাকিত্বের দহন জ্বালায় কাঁদে কুমারী কামনা।
তুমিও কী তাদেরই দলের কেউ?
আজ আমায় কী ‘এক সূর্য উষ্ণতা দেবে’?
তনুর তন্ত্রে উঠেছে জেগে যৈবতী তরঙ্গ।