কর্কশ পেরেক বুকে ঠুকে যন্ত্রণায় কাতর হৃদয়
অগ্নিদগ্ধ পোড়া ঘ্রাণ, জীবনের রঙ বদলায়।
হৃদয়ের কাছাকাছি নেমে পড়ে বাইরে ফাগুন...
জলের সংসার থেকে, নিভে যায় বাতাসে আগুন।
মায়াবী করুণা ক্রমাগত বেড়ে ওঠে মিথ্যের মহলে
অনাদর অভিমানে বরফ নদীতে আলো জ্বলে।
নদী ভাঙে নদী থেকে মেঘ ভাঙে দূর নীলিমায়...
স্বপ্ন ভাঙে চোখ থেকে, অন্য চোখে নষ্ট জোছনায়।