আগামী ১১ এপ্রিল বিকাল ৩টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতা কনসার্ট "সবার আগে বাংলাদেশ" অনুষ্ঠিত হবে। কনসার্ট সফল করার লক্ষ্যে বুধবার বিকালে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসাদুল হাবিব দুলু ভেন্যু পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখ সন্তোষ প্রকাশ করেন। তিনি কনসার্টকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/আরাফাত