খোলা জানালায় উঁকি দিলে গোধূলি
বাদুড়ের ডানায় ঝুলে পড়ে সন্ধ্যা
ধবল বক ফিরে গেলে নীড়ে
বাতাস কুড়িয়ে রাখে পালক
কৃষ্ণবর্ণ ছায়ার ভেতর ত্বক লুকিয়ে
বুকের জমিন খুলে দেয় রাত
গাঢ় কালো পৃথিবীর গহিন গভীরে
ধীর পায়ে নেমে এলে নিয়মের ঘুম
পাতায় ঢেকে রেখে চোখ
মানুষ হেঁটে যায় স্বপ্নের ভেতর