♦ ভদ্রতার ক্ষেত্রে ফরাসিরা সব সময়ই এক কাঠি ওপরে থাকার চেষ্টা করে। ফরাসি টেলিভিশনে ঘোষকেরা তাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ না বলে অতিরিক্ত ভদ্রতা করে বলেন, ‘মঁশিয়ে, মাদমোয়েজেল (অবিবাহিত মহিলা)’। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফরাসি সমরনায়ক মার্শাল ফোচ বিশেষ কোনো কাজে আমেরিকায় গেলে এক আমেরিকান ভদ্রলোক ফরাসি শিষ্টাচারকে ‘শুধুই বাতাস বা হাওয়া’ বলে ব্যঙ্গ করেন। মার্শাল ফোচ বিনীতভাবে বললেন, মঁশিয়ে, আপনার গাড়িটি যে চাকাগুলোর ওপর দাঁড়িয়ে আছে, তার ভেতরও কিন্তু শুধু বাতাস!
♦ শরৎচন্দ্র খেতে বসেছেন। সুস্বাদু বিভিন্ন পদ। তৃপ্তি করে খাচ্ছেন। একজন পরিবেশক দাদাঠাকুরের পাতে ছানার ডালনা দিয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে থাকা নলিনীকান্ত বললেন, দাদাঠাকুর, গরুর ছানার ডালনা আর একটু নেবেন নাকি? সঙ্গে সঙ্গে দাদাঠাকুর বললেন, ‘দাও ভাই, গরুর ছানার অকেশনেই তো এসেছি।’ এ কথা শুনে নলিনীকান্ত ও অন্যরা হেসে উঠলেন।