সাত কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করে লাইপজিগ থেকে স্ট্রাইকার বেনিয়ামিন সেসকোকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্লোভেনিয়ার এই স্ট্রাইকারকে পেয়ে খুবই আশাবাদী হয়ে উঠেছেন ইউনাইটেড কোচ হুবেন আমুরি।
তিনি বলেন, “ফুটবলার হিসেবে তার যে বৈশিষ্ট ও সামর্থ্য, আমাদের দলের জন্য তাই দরকার। বেন এমন একজন খেলোয়াড়-তার সম্পর্কে যে সব তথ্য আমরা জানি- তাতে তাকে কাজ করা থেকে বরং বিরত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সেসকো এখনও বেশ তরুণ। শূন্যে সে ভালো, চ্যানেল ধরে ছুটে যাওয়াতেও সে দারুণ, বল পায়েও। আমার চোখে, তার দারুণ সম্ভাবনা আছে। আমি মনে করি, সে আরও অনেক উন্নতি করতে পারে এবং নিশ্চিতভাবে সে আমাদের দলে স্বচ্ছন্দে থাকবে… এই গ্রুপের অংশ হতে যা দরকার, এর সবই তার আছে এবং তাকে পেয়ে আমি সত্যিই অনেক খুশি।”
গত মৌসুমে লাইপজিগের জার্সিতে ২১ গোল ও ছয়টি অ্যাসিস্ট করা সেসকোর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০২১ সালে। স্লোভেনিয়ার সবকনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেকের পর থেকে ৪১ ম্যাচ খেলে তিনি করেছেন ১৬ গোল।
বিডি প্রতিদিন/নাজিম