আমার এক প্রতিবেশী বললেন, ছোটবেলায় আমার একটা সমস্যা ছিল। কথা বলার সময় তোতলাতাম। এরপর বড় হলাম। কিন্তু তোতলানোর সমস্যাটা দূর হলো না। তারপর বিয়ে করলাম। বিয়ের বছর পার হতে না হতেই তোতলানোর সমস্যাটা গায়েব। আমি বললাম, বাহ, দারুণ তো! তা তোতলানোর সমস্যাটা কীভাবে গায়েব হলো? কী চিকিৎসা করিয়েছিলেন? কোন ডাক্তার? প্রতিবেশী বললেন, কোনো ডাক্তার না রে ভাই। দোকানদার। কাপড়ের দোকানদার। আমি অবাক হলাম, কাপড়ের দোকানদার আপনার তোতলানোর সমস্যা দূর করে দিয়েছে? কিন্তু এটা কীভাবে সম্ভব? প্রতিবেশী বললেন, অসম্ভবের কিছুই না। স্ত্রী আমাকে নিয়ে যে মার্কেটে কাপড় কিনতে যায়, সেই মার্কেটে ৫০০ টাকার কাপড়ের দাম চায় ৫ হাজার টাকা। তারপর এই হাজারকে শ তে আনতে গিয়ে আমাকে যে পরিমাণ দরদাম করতে হতো মানে যে পরিমাণ কথা বলতে হতো; কী আর বলব ভাই। আমার তোতলানোর সমস্যা দূর হয়ে গেল। আমি বললাম, কিন্তু এই যে দরদাম বা দর কষাকষির বিষয়টা, এটা কিন্তু ভালো না। জিনিসপত্র বেচাকেনা হওয়া উচিত এক দামে। এবার প্রতিবেশী হাসতে শুরু করলেন। আমি হাসির কারণ জানতে চাইলাম। প্রতিবেশী বললেন, হাসির কারণ বলতে হলে একটা ঘটনা বলতে হবে। একদিন আমার নিজের জন্য একটা শার্ট কিনতে গেলাম। তো যে দোকানে ঢুকলাম, সেই দোকানের নানান জায়গায় লেখা ‘একদাম’। আমি খুব খুশি হলাম। যেহেতু ‘একদাম’ হলে দর কষাকষির ঝামেলাটা থাকে না। কিন্তু যেই একটা শার্ট হাতে নিলাম, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা হলো। বুঝতেই পারছেন, কত দাম! আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, এই শার্টটার দাম ৭ হাজার টাকা কীভাবে হয়? দোকানদার বললেন, টেনশনের কিছু নেই। দামাদামি করার সুযোগ আছে। আমি অবাক হয়ে বললাম, দামাদামি করার সুযোগ আছে মানে? কেন দামাদামি করার সুযোগ থাকবে? আপনার দোকানে তো লেখা ‘এক দাম’। তো যে দোকান এক দামের দোকান, সেই দোকানে কি দামাদামি করা যায়? দোকানদার এবার বললেন, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারেন নাই। এই যে ‘এক দাম’ লেখা, এই একদাম কিন্তু সেই এক দাম না। মনে করেন আপনি একটা শার্ট কিনলেন। একটা শার্টের জন্য কি আপনি দুইটা দাম দেবেন? না। একটা শার্টের জন্য একটা দামই দেবেন। আর আমরাও একটা দামই রাখব। একটা শার্টের জন্য দুইটা দাম না রাইখা একটা দাম রাখার যে ব্যাপারটা, এটাই হচ্ছে ‘একদাম’। প্রতিবেশীর লম্বা বয়ান শুনে আমি হাই ছেড়ে বললাম, এগুলো হচ্ছে অপকৌশল। দর কষাকষির সিস্টেমটাও বন্ধ হওয়া উচিত। নইলে কাস্টমারের হয়রানি বন্ধ হবে না।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় ৬০ জনের বেশি নিহত
- যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
- ওমানকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো আরব আমিরাত
- গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে
- ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
- আন্দোলনের মুখে র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
দরদাম আনলিমিটেড
আমার এক বন্ধুর ঘটনা। দোকানদার যখন একটা জিনিসের দাম ৫ হাজার চাইল, সে বলল ৫০০। দোকানদার বলল, ‘আচ্ছা, টাকা দেন।’
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর