ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছুটির পর এ আয়োজন করা হয়।
আলোচকরা বলেন, পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। অনেক তথাকথিত শিক্ষিত সন্তান উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও নিজের মা-বাবাকে সেবা-যত্ন করে না। কিন্তু প্রকৃত আদর্শ ও শিক্ষিত সন্তান হতে হলে পিতা-মাতার প্রতি সেবা ও যত্ন অপরিহার্য। যে যেখানে থাকুক না কেন, যদি মা-বাবার প্রতি যত্নশীল না হয়, আদেশ মানে না, তবে সব অর্জনই বৃথা হয়ে যাবে।
আলোচকবৃন্দ আরও বলেন, সমস্ত ধর্মেই পিতা-মাতার সম্মান, সেবা ও আনুগত্যকে সর্বোচ্চ কর্তব্য হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম ধর্মেও পিতা-মাতার প্রতি সদ্ভাব, সেবা ও দোয়া করার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই আলোচনায় বক্তব্য রাখেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাহিব বলেন, বসুন্ধরা শুভসংঘের এ আলোচনা আমাদের নীতি-নৈতিকতার শিক্ষা দিয়েছে। অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা, সম্মান ও মান্য করতে হবে। শিক্ষকদেরকে সম্মান করাও নৈতিক দায়িত্ব।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আবুল হোসেন ও বসুন্ধরা শুভসংঘ নবীনগর শাখার সদস্য মনির হোসেন।
এছাড়া নবীনগর বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক বাবুল আহমেদ সরকারও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই