প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যাবসা-বাণিজ্যসহ ক্যারিয়ার এগিয়ে নিতে, কানাডিয়ান বাংলাদেশি প্রফেশনাল নেটওয়ার্ক (সিবিপিএন) অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি টরন্টোর বাংলাদেশ কনসুলেট জেনারেলের অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডা।
এ সময় ৬০ জনের বেশি নানা ক্ষেত্রের পেশাজীবী বাংলাদেশি বংশোদ্ভূত উপস্থিত ছিলেন। বিবিসিসির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইকবাল রুশদ, ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস ও শহিদুল ইসলাম মিন্টু, পরিচালক ইকবাল হোসেন, টরন্টোর কনসাল জেনারেল অব বাংলাদেশ ফারুক হোসেনসহ অন্যরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তারা নিজেদের বিষয়ে ও ব্যবসা-বাণিজ্যের কথা তুলে ধরেন। তারা অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক-নির্দেশনা নিয়েও আলোচনা করেন। এ আয়োজনের নিজেদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/এমই