মাদারীপুরে নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্প বিষয় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে সিনেমা আঙ্গিনা নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।
ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ এবছর থেকে বাংলাদেশে 'সিনেমা আঙ্গিনা' প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
এসময় উপস্থিত ছিলেন (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট ও প্রোগ্রাম ফোকাল অমল বিশ্বাস,বাংলাদেশ আইওএম এর সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম আজাহারুল ইসলাম, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম প্রদিপ দত্ত।
বিডি-প্রতিদিন/তানিয়া